LOADING

Type to search

সারা বিশ্বে বাংলাদেশ ১৩৩তম, দক্ষিণ এশিয়ায় ৫ম

জাতীয় জেলার সংবাদ

সারা বিশ্বে বাংলাদেশ ১৩৩তম, দক্ষিণ এশিয়ায় ৫ম

Share

মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

 

অপরাজেয় বাংলা ডেক্স

মানব উন্নয়ন সূচকে বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩৩তম।  সূচকে গত বছরের তুলনায় ২ ধাপ এগোনোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতিসংঘ।

সকালে, রাজধানীর এনইসি মিলনায়তনে, মানব উন্নয়ন সূচক প্রতিবেদন ২০২০ প্রকাশ করে ইউএনডিপি।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মানব উন্নয়ন পরিস্থিতি মধ্যম সারির। এবার বাংলাদেশের উন্নয়ন সূচক স্কোর ৬৩২।  গেল বছর ছিল ৬১৪ আর অবস্থান ছিল ১৩৫। ভারত ও পাকিস্তান এবার দুই ধাপ করে পিছিয়েছে। ভারতের অকস্থান ১৩১ আর পাকিস্তানের অবস্থান ১৫৪। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।

২০১০ সালের নভেম্বর থেকে, প্রত্যাশিত গড় আয়ু, মোট শিক্ষা জীবন এবং মাথাপিছু আয়কে হিসাব করে মানব উন্নয়ন সূচক তৈরি করে আসছে জাতিসংঘ। সারা বিশ্বের মধ্যে মানব উন্নয়ন পরিস্থিতিতে সবচেয়ে ভালো অবস্থানে আছে নরওয়ে।

সূত্র, DBC বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *