LOADING

Type to search

রিমান্ড ও জামিন শুনানির জন্য পরীমণিকে আদালতে আনা হয়েছে

আইন কানুন জাতীয়

রিমান্ড ও জামিন শুনানির জন্য পরীমণিকে আদালতে আনা হয়েছে

Share

অপরাজেয়বাংলা ডেক্স: রাজধানীর বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে থাকা চিত্রনায়িকা পরীমণিকে কাশিমপুর কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড ও জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার জামিন শুনানির সময় মামলার তদন্ত সংস্থা সিআইডি আবারও পরীমনিকে ৫দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায়। পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তার জামিন ও রিমান্ড শুনানির জন্য আজকের এই দিন ঠিক করেন।

এর আগে গত ১৬ আগস্ট ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম রেজাউল করীম চৌধুরীর আদালতে পরীমনির জামিন আবেদন করেন তার আইনজীবীরা। পরে জামিনের শুনানির জন্য আদালত বুধবার দিন ঠিক করেন আদালত।

গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *