LOADING

Type to search

জীবননাশের হুমকিতে আছি : বাঘারপাড়ার প্রার্থী তাহের

রাজনীতি

জীবননাশের হুমকিতে আছি : বাঘারপাড়ার প্রার্থী তাহের

Share

 

অপরাজেয় বাংলা ডেক্স : যশোরের বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু তাহের সিদ্দিকী।

আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তিনি প্রশাসনের কাছে এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান মেয়র প্রার্থী আবু তাহের সিদ্দিকী বলেন, ‘আমি ও আমার কর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারছি না। নির্বাচনী এলাকা থেকে আমার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। গতকাল রাতে আমার বাড়িতে মোটরসাইকেলে গিয়ে সন্ত্রাসীরা হামলা করেছে। আজিজুর রহমান নামে এক কর্মীকে মারপিট করা হয়েছে। এর আগের দিন রাতে পৌরএলাকার প্রতিটি ওয়ার্ডে আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। আমিও জীবননাশের হুমকিতে আছি। বর্তমান পৌর মেয়রের স্লিপ ছাড়া কেউ ভোট দিতে পারবেন না বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। কেন্দ্রে কোনো এজেন্ট থাকতে দেওয়া হবে না বলে হুমকি পাচ্ছি।’
এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান আবু তাহের সিদ্দিকী।
সম্প্রতি দল থেকে তাকে পঞ্চমবারের মতো বহিষ্কারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জগ মার্কার প্রার্থী আবু তাহের সিদ্দিকী বলেন, ‘২০১৫ সালের পর থেকে আমি বিএনপির কোনো পদে নেই। তারপরও এই নির্বাচনে প্রার্থী হওয়ায় আমাকে বহিষ্কার করা হয়েছে। মূলত আমার গায়ে অপমানের পোশাক পরানোর জন্যই এই বহিষ্কার নাটক সাজানো হয়েছে।’
সংবাদ সম্মেলনে দরাজহাট ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিএনপিনেতা আব্দুর রহমান মিন্টু, মফিজুর রহমান, পারভেজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র, সুবর্ণভূমি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *