LOADING

Type to search

হাতির তান্ডবে ঝুঁপড়ি বেঁধে গাছে বসবাস

আন্তর্জাতিক

হাতির তান্ডবে ঝুঁপড়ি বেঁধে গাছে বসবাস

Share

অপরাজেয় বাংলা ডেক্স-আগেই হাতির তাণ্ডবে ঘর-বাড়ি সব হারিয়েছেন। আবার বাড়ি বানাবে সেই আর্থিক সামর্থ্যটুকু নেই। এখন শুধু পরিবার নিয়ে প্রাণে বেঁচে থাকতে চান। আর তাই জঙ্গলে গাছের উপরেই খড় বিছিয়ে বসবাস শুরু করে দেন উদিয়া মহাকুদ (৪০) নামের এক ব্যক্তি।
শুধু তিনি একা নন। সঙ্গে রয়েছে তার পাঁচ বছরের ছেলেও। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার কেওনঝাড়ে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উদিয়া কেওনঝাড়ের কুসুমিতা গ্রামের বাসিন্দা। একা উদিয়া নয়, কুসুমিতা গ্রামের অধিকাংশ বাসিন্দাকেই হাতির হামলা থেকে প্রাণে বাঁচাতে উঁচু গাছের ডালে মাচা করে রাত কাটাতে হচ্ছে।
বনদপ্তর সূত্রে জানা যায়, কেওনঝাড়ে প্রায় ৫০টি হাতি রয়েছে। এরই মধ্যে অন্তত ১০টি হাতির একটি দল কুসুমিতা গ্রামে ঘন ঘন হানা দিচ্ছে।
বনদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হাতির গতিবিধির ওপর নজর রাখতে এবং গ্রামে উপদ্রব ঠেকাতে ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *