LOADING

Type to search

শেখ মুজিবের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না – প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

যশোর

শেখ মুজিবের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না – প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

Share

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেনন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম না হলে এদেশ কখনোই স্বাধীন হতো না। জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মুর‌্যালের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধমে সাধারন মানুষ বঙ্গবন্ধুকে নতুন করে জানার সুযোগ পাবে। মুজিববর্ষের অংশ হিসেবে মনিরামপুর উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধুর মুর‌্যাল একটি প্রশংসনীয় উদ্যোগ। ইতোমধ্যে সরকার মুজিববর্ষকে সেরাবর্ষ ঘোষনা করেছেন। মুজিববর্ষেই জাতিকে নতুন ঠিকানায় পৌঁছে নিয়ে যাবে। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। প্রতিমন্ত্রী মঙ্গলবার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন ও বঙ্গবন্ধুর মুর‌্যালের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায় উত্তম চক্রবর্তী বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, আওয়ামীলীগ নেতা এম, এম নজরুল ইসলাম, অ্যাড.বশির আহমেদ খান, উপজো স্বাস্থ্য কর্মকর্তা শুভ্রা রানী দেবনাথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *