LOADING

Type to search

শুরু হলো শোকের মাস আগষ্ট

জাতীয়

শুরু হলো শোকের মাস আগষ্ট

Share

নিজস্ব প্রতিবেদকঃ  শুরু হলো শোকের মাস আগষ্ট। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোররাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসায় স্বাধীনতার পরাজিত অপশক্তির হাতে সপরিবারে নির্মমভাবে নিহত হন। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে নৎসাত করতেই ষড়যন্ত্রকারীরা এই নির্মম কলংক মেখে দেয় বাঙালি জাতির ইতিহাসে। ষড়যন্ত্রকারী রেহাই দিতে চাননি কাউকেই। তাইতো ২১ আগষ্ট হামলা চালানো হয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর।

মহান মুক্তিযুদ্ধে বিজয়ী বাঙ্গালীর স্বাধীনতার গৌরব মাটিতে মিশে ছিল এই আগষ্ট মাসে। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত জাতীয়তাবোধ নিয়ে একান্ত গর্ববোধ করতে পারে না কোন বাঙ্গালী কারন বাঙ্গালী নিজেই তার জাতির পিতাকে হত্যা করেছিল।
মুক্তিযোদ্ধে পরাজিত পাকিস্তানিরাই তাকে হত্যা করতে পারেনি কিন্তু নিজের স্বাধীন দেশে ফিরে এসে প্রাণ দিতে হল বিশ্ব নেতাকে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

কিন্তু কি ছিলো এই মহান নেতাকে হত্যার প্রেক্ষাপট? যিনি মাত্র সাড়ে তিন বছরে দৃঢ় নেতৃত্বে দেশকে গুছিয়ে এনেছিলেন।
জাতির পিতাকে হত্যার পারও ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা। ১৫ই আগষ্টের পূণরাবৃত্তি ছিল ২১ আগষ্ট গ্রেনেট হামলা।
তবে বাঙ্গালী জাতীকে বিভ্রান্ত করতে পারেনি কেউ। তাইতো আজও আগষ্ট মাস এলে শোক নামে বাঙ্গালীর মনে।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *