LOADING

Type to search

শরণখোলায় ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসের স্মরণ সভা অনুষ্ঠিত

জাতীয়

শরণখোলায় ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসের স্মরণ সভা অনুষ্ঠিত

Share

আবু হানিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য্যালয়ের সম্মুখে অনুষ্ঠিতব্য সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তৎকালীন সংসদীয় বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যেশ্যে নিক্ষিপ্ত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহীদের স্মরনে শোকসভা ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটের শরণখোলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিকাল ৪টায় অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এমএ রশিদ আকনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আজমল হোসেন মুক্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু সদস্য আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হক হায়দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খাঁন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহŸায়ক আসাদুজ্জামান মিলন, শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন।
স্মরণসভায় বক্তব্য রাখেন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, উপজেলা কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন, ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ^াস, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার তাইজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রায়হান উদ্দিন শান্ত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহŸায়ক সাইফুল ইসলাম জীবন।
বক্তারা ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৬তম দিবসের স্মরণসভায় বিগত দিনের দ্বিধা-বিভক্তি ভুলে শোককে শক্তিতে রুপান্তর করে আগামী দিনের পথচলার আহŸান জানান।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *