LOADING

Type to search

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির দুই সপ্তাহে অস্ত্র বিক্রি ৮’শ গুণ বৃদ্ধি

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির দুই সপ্তাহে অস্ত্র বিক্রি ৮’শ গুণ বৃদ্ধি

Share

[৩] করোনা পরিস্থিতির অবনতির সঙ্গে পাল্লা দিয়ে যে সব ক্রেতা তড়িঘড়ি অস্ত্র কিনতে ছুটে আসছেন তারা সবাই জীবনের প্রথম অস্ত্র কিনছেন। আর হাতের কাছে যে অস্ত্র পাচ্ছে তাই তারা কিনে নিচ্ছেন। অনেক অস্ত্র দোকানের মালিক রাতারাতি চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি অনুভব করছেন। করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলে অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতায় আত্মরক্ষার তাগিদে অনেকেই অস্ত্র কিনতে ছুটে আসছেন। সিপরি.অরগ

[৪] ওয়াশিংটনের লেনউড গানের মালিক টিফ্যানি টিসডেল বলেন, ক্রেতারা দোকান খোলার এক ঘণ্টা আগে থেকেই অস্ত্র কেনার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। ব্যস্ত দিনে তারা গড়ে ২০ থেকে ২৫টি আগ্নেয়াস্ত্র বিক্রি করতেন কিন্তু এখন দেড়শটি পর্যন্ত অস্ত্র বিক্রি হচ্ছে। শটগান, হ্যান্ডগান কিনছেন অনেকেই আর অনেকেই কিনছেন আধা স্বয়ংক্রিয় এআর১৫। সপ্তাহে সাত দিনই দোকান খোলা রাখতে হচ্ছে। সিএনবিসি

[৫] অস্ত্র কি করে ব্যবহার করতে হয় তাও দ্রুত শিখিয়ে দিতে হচ্ছে ক্রেতাদের। তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী নারীপুরুষসহ সবধরনের মানুষই অস্ত্র কিনছে এবং কৃষ্ণাঙ্গ, এশিয়, ভারতীয় হিসপানিক সব জাতিগত সংখ্যালঘুর মানুষজন মুড়ি মুরকির মত অস্ত্র কিনছেন। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন অঙ্গরাজ্য, আলবামা এবং ওহাইওসহ গোটা যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির হার বেড়েছে।

[৬] এভরিটাউন ফর গান সেফটির সভাপতি জন ফেইনব্ল্যাট বলেন, কোভিড-১৯’র প্রকোপের মুখে অস্ত্র আমেরিকাকে কোনও নিরাপত্তা দেবে না।

সূত্র:আমাদের সময় ডট কম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *