LOADING

Type to search

মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান; প্রধানমন্ত্রী তাদের যথাযোগ্য মর্যাদা দিয়েছেন-

অভয়নগর

মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান; প্রধানমন্ত্রী তাদের যথাযোগ্য মর্যাদা দিয়েছেন-

Share

এমপি রণজিত কুমার রায়
বিশেষ প্রতিনিধি- জাতীয় সংসদের ৮৮ যশোর ৪ আসনের সদস্য রণজিত কুমার রায় ৯ ডিসেম্বর অভয়নগর মুক্ত দিবস উদযাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। আর এই স্বাধীনতা অর্জনের মুল নায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান সমুন্নত করেছে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে তার সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তিনি মঞ্চে দাড়িয়ে অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাঁচ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। অভয়নগর মুক্ত দিবস উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে গতকাল সকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত,অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুসেইন খান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স ম মোশারফ হোসেন প্রমুখ। এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন এমপি। এবং মুক্তিযোদ্ধাপতাকা উত্তেলন করেন স ম মোশারফ হোসেন। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধারা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের সদস্যারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *