LOADING

Type to search

মার্কেট-গার্মেন্ট-অফিস খোলার সিদ্ধান্ত অশুভ ফল বয়ে আনবে

জাতীয়

মার্কেট-গার্মেন্ট-অফিস খোলার সিদ্ধান্ত অশুভ ফল বয়ে আনবে

Share

 জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মার্কেট খোলার সিদ্ধান্ত মোটেও সঠিক হয়নি। এতে ঈদের আনন্দ তো হবেই না, উল্টো মানুষের মনে কষ্ট দিয়ে যাবে। এই যে নিয়ম না মানার প্রতিযোগিতা মানুষের মধ্যে চলছে। তাতে ক্ষতিগ্রস্ত হবে গোটা দেশের মানুষ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর রাশিদ ই মাহবুব বলেন, এখন যে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে, তা ফিরিয়ে নেয়া সম্ভব নাও হতে পারে। তবে সরকার চাইলে অনেক কিছুই করতে পারে। কঠোর হওয়া খুবই জরুরী। খাওয়ার চিন্তু সবারই আছে। কিন্তু যদি সমস্যা হাতের বাইরে চলে যায় তবে অবস্থা সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছি আমরা। লকডাউন এখন আর কেউ মানছেন না। এতে সংক্রমিতের হার বাড়ছে। যত দ্রুত সম্ভব সরকারকেই একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশ্লেষক তৌহিদ হক বলেন, মানুষের মনে ভয় থাকলেও আর্থিক অনটন আছে। তাই সবাই সড়কে নেমে আসছে। সংক্রমণ রুখতে অতি অবশ্যই কঠোর হওয়া জরুরী।

সূত্র- আমাদের সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *