LOADING

Type to search

মণিরামপুরে হরিদাসকাটিতে ক্ষুদ্র  সেচ পাম্প ব্যবহার নিয়ে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে সমাবেশ

যশোর

মণিরামপুরে হরিদাসকাটিতে ক্ষুদ্র  সেচ পাম্প ব্যবহার নিয়ে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে সমাবেশ

Share

 

শামছুজ্জামান মন্টু, ভ্রাম্যমাণ প্রতিনিধি:মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নে সেচ কাজে আবাসিক মিটার ক্ষুদ্র বিদ্যুৎ চালিত পাম্প ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী জানায় সম্প্রতি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আবাসিক মিটারে ক্ষুদ্র সেচ পাম্প ব্যবহার করা যাবে না। নিষেধ না মানলে জরিমানা গুনতে হবে।  এমন নিষেধাজ্ঞার বিরুদ্ধে এলাকাবাসী ফুঁসে উঠেছে। তারা জানান, অনেক প্রান্তিক কৃষক আছেন যারা বাড়ির মিটারে এক হর্ষ পাওয়ার বিশিষ্ট ক্ষুদ্র পাম্প বসিয়ে তার ৫- ১০ কাঠা জমি চাষ করেন। আবার কেউ পুকুরে ও বাড়ির কাজে পানি তোলার কাজ করেন। এতে তাদের অনেক ঝামেলা কমে ও অর্থ স্বাশ্রয় হয়। সম্প্রতি পল্লী বিদ্যুৎ আবাসিক মিটারে কোন প্রকার সেচ পাম্প ব্যবহার করা যাবে না বলে নিষেধাজ্ঞা করায়  কৃষকেরা সমস্যায় পড়েছেন। এর প্রতিবাদে এলাকাবাসী মনিরামপুরের হাজির হাট বাজারে প্রতিবাদ সমাবেশ করেন। সভা দিপংকর বক্সির সঞ্চালনায় ৮নং ওয়ার্ড আ’লীগ সভাপতি শচ্চিদানন্দের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ আইডিয়াল একাডেমিকের প্রতিষ্ঠাতা পরিচালক ও দিগঙ্গা কুচলিয়া হরিদাসকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি উত্তম কুমার মন্ডল, হরিদাসকাটি ইউনিয়নের কৃষকলীগ সভাপতি সুকৃতি রায়, মনিরামপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ সদস্য প্রদীপ হালদার, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য স্বপন বিশ^াস, বিশিষ্ট সমাজসেবক রাজকুমার বিশ^াস প্রমুখ। এলাকার সর্বস্তরের জনগন সভায় অংশ গ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *