LOADING

Type to search

মণিরামপুরে ভাই হত্যাকারী মাফুজার ১৩ দিন পর আদালতে আত্মসমার্পণ

জাতীয়

মণিরামপুরে ভাই হত্যাকারী মাফুজার ১৩ দিন পর আদালতে আত্মসমার্পণ

Share

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্য দিবালোকে সার ব্যবসায়ী ভাই মকবুল গাজী (৫৫) কে কুপিয়ে হত্যার ঘটনায় মণিরামপুর থানায় দায়ের করা মামলার আসামী নিহতের ছোট ভাই মাফুজার রহমান মাফুকে পুলিশ আটক করতে না পারলেও ঘটনার ১৩ দিন পর খুনি মাহফুজ আদালতে আত্মসমার্পন করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তপন কুমার সিংহ জানান, আসামীকে আটকের চেষ্টা করা হলেও তার আগেই বুধবার সে যশোরের একটি আদালতে আত্মসমার্পন করে। তিনি আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করা হবে। অভিযোগ রয়েছে হত্যাকান্ডের পর আসামী মাফুজার মাঝে মধ্যে এলাকার বিভিন্ন স্থানে ঘোরা ফেরা করলেও এলাকার লোকজন অথবা পুলিশ তাকে আটক করতে পারেনি।
উল্লেখ্য, গত ৮ আগষ্ট সকালে উপজেলার সদর ইউনিয়নের দেবীদাসপুর গ্রামের মৃত. মকছেদ গাজীর পুত্র সার ব্যবসায়ী মকবুল গাজীকে বাড়ী সংলগ্ন নিজ দোকানের মধ্যে আপন ছোট ভাই মাফুজার ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পুত্র তাইজুল ইসলাম বাদী হয়ে মণিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *