LOADING

Type to search

পিরোজপুরে জোয়ারের পানিতে ভেসে গেছে প্রায় ৬ কোটি টাকার মাছ

জাতীয়

পিরোজপুরে জোয়ারের পানিতে ভেসে গেছে প্রায় ৬ কোটি টাকার মাছ

Share

পিরোজপুর প্রতিনিধিঃ  বিগত কয়েক দিনের জোয়ারের পানির অতিরিক্ত চাপে সৃষ্ট বন্যায় পিরোজপুরের ৭টি উপজেলায় দেড় সহস্রাধিক পুকুর ও ঘেরের প্রায় ৬ কোটি টাকার বেশি মূল্যের মাছ ভেসে গেছে। আর এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ধার নিয়ে মাছ চাষ করা চাষীরা।

স্থানীয়রা জানান, জোয়ারের প্রবল পানির চাপে জেলার সকল উপজেলায়ই পুকুর ও ঘের প্লাবিত হয়েছে। এরফলে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ বেরিয়ে গেছে। তবে বিগত ৮-১০ বছরে এত পানির চাপ দেখেনি বলেও জানান তারা।

তবে বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলায়। এছাড়া বিভিন্ন ধরণের ফসলের ক্ষতি হলেও, এখন পর্যন্ত ক্ষতির পরিমান নিরুপন করতে পারেনি কৃষি বিভাগ।

আর বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান জেলা মৎস কর্মকর্তা। ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের সরকার সর্বোচ্চ সহযোগীতা করবে বলেও জানান তিনি।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *