LOADING

Type to search

পাকিস্তানে শিখ ধর্মাবলম্বীদের বাস – ট্রেনের ধাক্কা, নিহত ২০:

আন্তর্জাতিক

পাকিস্তানে শিখ ধর্মাবলম্বীদের বাস – ট্রেনের ধাক্কা, নিহত ২০:

Share

অপরাজেয় বাংলা ডেক্স: পাকিস্তানে পাঞ্জাবের শেখুপুরায় ট্রেন বাসের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিখ ধর্মাবলম্বী। এছাড়া এতে আহত আরও অনেকে। দেশটির পুলিশ ও উদ্ধার কর্মীরা এ তথ্য জানান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শেখুপুরার কাছে একটি রেল ক্রসিংয়ে শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফারুকাবাদ রেল স্টেশনের কাছাকাছি থাকা ওই ক্রসিং পেরোনোর সময় দুর্ঘটনা ঘটে। করাচি থেকে লাহোরে ফিরছিলেন শিখ ধর্মাবলম্বীরা। ক্রসিং পেরনোর সময় তাদের বাসের সঙ্গে প্রচন্ড গতিতে আসা হুসেন এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৫ জন। সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ঘটনাস্থলেই ১৫ জন শিখ মারা যান। বাকি চারজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। রেল কর্মকর্তারা জানান, ওই রেলওয়ে ক্রসিংয়ে গেট ছিলনা। এমনকী কোনও প্রহরীও ছিল না। বাসচালক কোনোদিকে না দেখেই রেলওয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। সেই সময় প্রচন্ড গতিতে ছুটে আসছিল হুসেন এক্সপ্রেস। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান শোক জ্ঞাপন করেছেন। বিবিসি, দ্য ডন।

সংকোলনে: সৈয়দ আরাফাত হোসেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *