LOADING

Type to search

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যাংকের সিকিউরিটিগার্ড নিহত

জাতীয়

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যাংকের সিকিউরিটিগার্ড নিহত

Share

নড়াইল প্রতিনিধি, মির্জা মাহামুদ: নড়াইলের কালিয়ায় উথলি নামক স্থানে বালিবাহী ট্রলি চাপায় ইমামুল ফকির (৪৩) নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমামুল মধুমতি ব্যাংক কালিয়া শাখার সিকিউরিটিগার্ড। কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, কর্মস্থল থেকে বাইসাইকেল চালিয়ে বাড়িতে ফেরার পথিমধ্যে উথলি নামক স্থানে ট্রলি চাপায় ইমামুল নিহত হন। এ ঘটনায় ট্রলি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। নিহত ইমামুল হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জমির ফকিরের ছেলে।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *