LOADING

Type to search

নির্বাচন হবে, ফলাফল হয়তো কখনো জানা যাবে না: ট্রাম্প

আন্তর্জাতিক

নির্বাচন হবে, ফলাফল হয়তো কখনো জানা যাবে না: ট্রাম্প

Share

অনলাইন ডেস্কঃ  আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজিত হলেও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা; তা নিয়ে সংশয় রয়েছে ডেমোক্র্যাটদের মধ্যে। সেই সংশয়কে আরও বাড়িয়ে দিয়ে ট্রাম্প শনিবার (২২ আগস্ট) বলেছেন, নির্বাচন হলেও ফল হয়তো জানা যাবে না কখনও।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে বেশ কিছু জরিপে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের আগে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘এই নির্বাচনের শেষটুকু আপনারা কখনো জানতে পারবেন না, আমার মতে, কয়েক সপ্তাহ, মাস, অনেক বছর বা হয়তো কখনোই নয়। ’

‘এ বছর শেষের আগে নির্বাচনের ফলাফল জানতে না পারলে, পাগল ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, জানেন নিশ্চয়ই?’

এর আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রে যে ‘অন্ধকার সময়’ চলছে, তার অবসান ঘটাবেন বলে অঙ্গীকার করেছেন।

ডেলাওয়্যারে ডেমোক্র্যাটিক কনভেনশনের শেষে এক বক্তব্যে বাইডেন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রকে অন্ধকার চাদরে ঢেকে রেখেছেন, তিনি অনেক বেশি রাগ, অনেক বেশি ভয়, অনেক বিভাজন তৈরি করেছেন।’ এসময় করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপ নিয়েও সমালোচনা করেন বাইডেন।

এদিকে, ট্রাম্প বলেছেন, বাইডেন যেখানে ‘যুক্তরাষ্ট্রের অন্ধকার’ দেখছেন, তিনি সেখানে ‘যুক্তরাষ্ট্রের মহিমা’ দেখছেন।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *