LOADING

Type to search

টেকনাফে বন্দুক যুদ্ধে রহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত

জাতীয়

টেকনাফে বন্দুক যুদ্ধে রহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত

Share

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার হোয়াইক্যংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে মোহাম্মদ ইসলামের ছেলে মো. কামাল (২২) ও হোয়াইক্যং নয়াপাড়ার আবুল শামার ছেলে হাবিবুর রহমান (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, উপজেলার হোয়াইক্যংয়ে নাফ নদী পার হয়ে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে ঢুকবে- এমন গোপন খবরে বিজিবির একটি দল সেখানে অভিযানে নামে। এ সময় কয়েকজন লোককে নাফ নদী পার হয়ে এপারে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের দাঁড়ানোর জন্য বলেন। এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে গুলি থামালে ঘটনাস্থল ধেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

বন্দুকযুদ্ধে মফিজুর রহমান, উজ্জল হোসেন, ইমরান হোসেন নামে তিন বিজিবি সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *