LOADING

Type to search

জলবায়ুর বিরুপ প্রভাব থেকে রক্ষা পেতে বেশি করে গাছ লাগাতে -প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

যশোর

জলবায়ুর বিরুপ প্রভাব থেকে রক্ষা পেতে বেশি করে গাছ লাগাতে -প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

Share

মণিরামপুরে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, জলবায়ুর বিরুপ প্রভাব থেকে রক্ষা পেতে বেশি করে গাছ লাগাতে করতে হবে। ফলদ বৃক্ষ একদিকে মানুষের পুষ্টির চাহিদা মেটায় অপর দিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ষ নিধন মানেই পরিবেশ তথা মানব জাতির অস্তিত্ব সংকটে ফেলা। এ ব্যাপারে সমাজের প্রতিটি স্তরের জনগণকে সচেতন হতে হবে। এজন্য প্রতিটি বাড়িতে একটি করে ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগাতে হবে।
বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, আগস্ট মাস বাঙ্গালি জাতির কাছে অত্যান্ত শোকাবাহ মাস। এ মাসেই বাঙ্গালি জাতির মুক্তির দিশারি জাতির জনক বঙ্গবন্ধুকে আন্তর্জাতিক চক্রান্তে ৭১’র পরাজিত শত্রুরা সপরিবারে হত্যা করে।
এ মাসের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্রকারিরা জনসভায় গ্রেনেড হামলা চালায়। সব ষড়যন্ত্র ও বাঁধা পেরিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলেছেন। ইতোমধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। আজ দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে স্বীকৃতি লাভ করেছে। দেশকে এগিয়ে নিতে ভেদাভেদ ভূলে গিয়ে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম,এম নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুভ্রারানী দেবনাথ, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অরুণ কুমার কুন্ডু, মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, থানার ওসি (তদন্ত) সিকদার মতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান জি, এম মজিদ, ইউপি চেয়ারম্যান জি, এম আহাদ আলী, গাজী মাযহারুল আনোয়ার, শেখর চন্দ্র রায়, সরদার আব্দুল হামিদ প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *