LOADING

Type to search

চৌগাছায় বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

অভয়নগর

চৌগাছায় বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

Share

চৌগাছা(যশোর ) প্রতিনিধিঃগতকাল সকাল ১১ টার সমায় উপজেলা মিলন আয়াতনে
প্রতি বছরে বাংলাদেশ থেকে ৭ লক্ষ অভিবাসী কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে বিদেশে কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে।প্রতি উপজেলা থেকে ১০০০ জন দক্ষ যুবক-যুবতী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। এ লক্ষ্যে বিদেশ গমণেচছু ব্যক্তিকে কল্যাণ ব্যাংক থেকে সহজে শর্তে ঋণ সুবিধা পাবে। এ লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেযারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা ভ’মি সহ-কারী কমিশনার নারায়ন চন্দ্র পাল,মৎস্য কর্মকতা এস এম শাহজাহান সিরাজ,সমাজ সেবা কর্মকতা মেহেদী হাছান,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, কৃষিকর্মকতা রহিচ উদ্দিন,আই সি টি কর্মকতা আতিকুল রহমান তারুবদার, ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, শেখ আনোয়ার হোসেন, ইব্রাহিম খলিল
বাদল, রফিকুল ইসলাম, হাছান মাহাম্মদ, ইউপি সচিব , ইউপি উদ্ধাক্তা সহ উপজেরা কর্মকতা ও কম্পিবউটা অপেটার উপস্তিত ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up