LOADING

Type to search

চৌগাছায় কোভিড-১৯  লক্ষণে ট্রাক  ড্রাইভারের মৃত্যু, লাশের পাশে যায়নি কেউ

যশোর

চৌগাছায় কোভিড-১৯  লক্ষণে ট্রাক  ড্রাইভারের মৃত্যু, লাশের পাশে যায়নি কেউ

Share

চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় শনিবার বিকেলে কোভিড-১৯  লক্ষণে খলিলুর রহমান (৩৫) নামের এক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। খলিলুর পিরোজপুরের  মটবাড়িয়ার মৃত আব্দুল মকছেদ আলীর ছেলে। তিনি শহরের ভাস্কর্য মোড় এলাকায় বৃদ্ধ মাকে নিয়ে ব্যবসায়ি কামাল হোসেনের বাসায় ভাড়া থেকে ট্রাক চালতেন।

নিহতের বৃদ্ধ মা সালেহা বেগম ছাড়া লাশের কাছে কেউ ছিলনা। সালেহা বেগম জানান, শুক্রবার রাত থেকে শাসকষ্ট হচ্ছিল তার ছেলের যে কারণে রাতে সে কোনো খাবারও খায়নি। শনিবার সকাল থেকে খলিল কয়েকবার বমি ও পাতলা পায়খানা করেছে। বিকেলে তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, খলিল মাদক সেবন করত।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানতে পেরে একজন অফিসার সেখানে পাঠানো হয়েছে।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, মৃত্যুর কারণ পরীক্ষা ছাড়া বলা যাবেনা। মৃতের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হবে।

পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল বলেন, ঘটনা শুনে লাশের কাছে এসেছি। করোনা টেষ্ট ছাড়া বলা যাবেনা কি কারণে তার মৃত্যু হয়েছে। যেহেতু এখন করোনা প্রাদূর্ভাব চলছে সে কারনে সরকারি নির্দেশনা মেনেই লাশের দাফন কাজ সম্পূন্ন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *