LOADING

Type to search

গ্যাসের মূল্য পুনবিবেচনার সুযোগ নেই- ওবায়দুল কাদের

জাতীয়

গ্যাসের মূল্য পুনবিবেচনার সুযোগ নেই- ওবায়দুল কাদের

Share
ঋুু

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, সমন্বয় করা হয়েছে।পুনর্বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছেন

শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সম্প্রতি গ্যাসের মূল্যবৃদ্ধি ও এ কারণে বাম দলের হরতাল প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা।
ওবায়দুল কাদের বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির ব্যাপারে আমি কথা বলেছি, এখানে কিছু যৌক্তিক কারণ রয়েছে। দাম সমন্বয়ের যৌক্তিকতা অনস্বীকার্য। এটা পুনর্বিবেচনার সুযোগ নেই, তবে এটি একান্তই সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়।’
প্রধানমন্ত্রীর চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু সর্বাধিক গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। এ ছাড়া জবাব দেন দুর্নীতি ও লুটপাটের জন্য চীনের সঙ্গে চুক্তি করা হয়েছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে।
চীনের সঙ্গে করা চুক্তি উন্নয়নের স্বার্থে করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে চীন সরকার। আমরা আশা করছি, চীনের চাপে ভালো ফল হতে পারে, ইতিবাচক হতে পারে।’
এ ছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা কখনোই সমর্থনযোগ্য নয়; তবে এনকাউন্টার ও ক্রসফায়ার এক বিষয় নয়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *