LOADING

Type to search

গাইবান্ধায় করোনা পরীক্ষাগার না থাকায় ভোগান্তি

জাতীয়

গাইবান্ধায় করোনা পরীক্ষাগার না থাকায় ভোগান্তি

Share

গাইবান্ধা সংবাদদাতা: গা্ইবান্ধায় করোনা পরীক্ষার নিজস্ব পরিক্ষাগার নেই। তাই নমুনা পাঠাতে হয় রংপুরে। এতে চাহিদা অনুযায়ী নমুনা সংগ্রহ করা যাচ্ছে না, সেই সাথে করোনা পরিক্ষার ফল পেতে দেরী হওয়ায় বাড়ছে ভোগান্তি।

এ জলোয় দিনে ৮০ থেকে ১০০টি নমুনা সংগ্রহ করা হয়। পরিক্ষা শেষে তার ফলাফল ই-মেইলে প্রেরন করা হয়। এতে নমুনা পরিক্ষার ফল পেতে ১৫ থেকে ২০ দিন দেরী হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। গাইবান্ধার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন নমুনা প্রতি ২০০টাকা ফি’নিয়ে দুপুর ১২ টা থেকে বেলা ৩টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা সংগ্রহ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *