LOADING

Type to search

কেশবপুরে যাত্রাশিল্পী পরমেশ ভঞ্জ’র মৃত্যু 

যশোর

কেশবপুরে যাত্রাশিল্পী পরমেশ ভঞ্জ’র মৃত্যু 

Share

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে৷:

যশোরের কেশবপুরের পাঁজিয়া গ্রামের যাত্রাশিল্পের অন্যতম পৃষ্ঠপোষক যাত্রাশিল্পী পরমেশ ভঞ্জ (৮২) মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। রাতে পাঁজিয়া ধলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেনা জানিয়েছেন। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ,  মাষ্টার নিজাম উদ্দীন, কেশবপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জয়দেব চক্রবর্তী, সাংবাদিক জাহিদ আবেদীন বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক উৎপল দে, কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি শিক্ষক মদন সাহা অপু, সহসভাপতি লেখক ও প্রভাষক তাপস মজুমদার, পাঁজিয়া মনোজ ধীরাজ একাডেমির পরিচালক এমএ হালিম, চারুপীঠের পাঁজিয়া কেন্দ্রের পরিচালক সোহেল পারভেজ বাপী প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *