LOADING

Type to search

কেশবপুরে বীজ ধানের প্যাকেটে নকল সীল ব্যবহার করায়  ব্যবসায়ীকে জরিমানা

যশোর

কেশবপুরে বীজ ধানের প্যাকেটে নকল সীল ব্যবহার করায়  ব্যবসায়ীকে জরিমানা

Share
 জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)   থেকে-
যশোরের কেশবপুরে  বীজ ধানের প্যাকেটে নকল সীল ব্যবহার করে সেই বীজ কৃষকদের কাছে বিক্রি করার অভিযোগে এক  অসাধু ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ এনামুল হক কেশবপুর বাজারের বিভিন্ন  বীজ  ব্যবসায়ী  প্রতিষ্ঠানে ভ্রাম্যমান অভিযান চালায়। এসময় মধু সড়কের হাবিব সীড বীজ ভান্ডারের মালিক তাহেরকে বীজ ধানের প্যাকেটে নকল সীল ব্যবহার করে ঐ বীজ বাজারজাত করায় মোঃ এনামুল হক নির্বাহী ম্যাজেস্ট্রট এর ক্ষমতাবলে ৩ হাজার টাকা জরিমানা করেন।##

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *