LOADING

Type to search

কেশবপুরে গত ৭২ ঘন্টায় নতুন করে কোনো করোনা রোগী সনাক্ত হয়নি

যশোর

কেশবপুরে গত ৭২ ঘন্টায় নতুন করে কোনো করোনা রোগী সনাক্ত হয়নি

Share

আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।

যশোরের কেশবপুর উপজেলায় গত ৭২ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়নি। ফলে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। কেশবপুরে একের পর এক করোনা আক্রান্তের খবর শোনার পর অনেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। অধ্যাপক মশিউর রহমান, মঙ্গলকোট গ্রামের সংগীতশিল্পী মিষ্টি মন্ডল, পৌর শহরে অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ হালদার জানান, চলতি মে মাসের ৩ দিনের রিপোর্ট নেগেটিভ হওয়ায় কিছুটা হলেও ভীতি কমেছে। যেন সুদিন ফিরে আসছে। তারা আরো বলেন, আমাদের সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। তবেই আমরা সবাই সুস্থ থাকবো।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পয়েলা মে হতে ৩ তারিখ পর্যন্ত কেশবপুর উপজেলা থেকে মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যার সব কয়টির রির্পোট নেগেটিভ হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান।
এদিকে ২৩ এপ্রিল প্রথম আক্রান্ত হন পাজিয়া ইউনিয়নের ইমাননগর গ্রামের একজন যুবক, ২৬ এপ্রিল একজন ডাক্তারসহ দুজন করোনা রোগী শনাক্ত হয়, ২৭ এপ্রিল কেশবপুর হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী, ২৮ এপ্রিল কেশবপুর হাসপাতালের দুজন ডাক্তারসহ ৪ জন, ২৯ এপ্রিল একজন স্বাস্থ্যকর্মীসহ দুজন, ৩০ এপ্রিল কেশবপুর হাসপাতালের একজন ডাক্তার করোনা রোগে আক্রান্ত হয়েছেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জনের সকলেই হোম কোয়ারেন্টাইনে বর্তমানে ভালো  আছেন। ##

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *