LOADING

Type to search

করোনা ভাইরাস ছড়ানো নিয়ে মুখ খুললো চীনের সেই ল্যাব

আন্তর্জাতিক

করোনা ভাইরাস ছড়ানো নিয়ে মুখ খুললো চীনের সেই ল্যাব

Share

অপরাজেয় বাংলা ডেক্স- বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে আলোচনা-সামালোচনা এখন তুঙ্গে। এ অবস্থায় আগুনে ঘি ঢালার মতো কাজ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, যদি করোনাভাইরাস উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি ল্যাব থেকে ছড়ায় তবে চীনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

শুধু ট্রাম্প নন, বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদনের প্রেক্ষিতে এ নিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছে চীনের ওপর। ভাইরাসের সূত্রপাত নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি-না প্রশ্ন সবার। এর মধ্যে মুখ খুললেন উহানে ভাইরাস নিয়ে গবেষণা করা ল্যাবের পরিচালক ইউয়ান ঝিমিং।

গতকাল শনিবার চীনের স্থানীয় গণমাধ্যম সিজিটিএনকে সাক্ষাৎকার দেন উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি ল্যাবের পরিচালক ইউয়ান ঝিমিং। পরে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিও বিয়ষটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ইউয়ান ঝিমিং বলেন, ‘এ ল্যাব থেকে ভাইরাসটির সূত্রপাত একেবারেই অসম্ভব বিষয়। আমাদের কোনো স্টাফই আক্রান্ত হয়নি। পুরো ইনস্টিটিউট করোনাভাইরাস সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে গবেষণা চালিয়ে যাচ্ছে।’

ঝিমিং আরও বলেন, ‘আমরা যারা ভাইরাস নিয়ে গবেষণা করছি আমরা স্পষ্টভাবে জানি আমরা কোন ধরণের গবেষণা করছি। একইভাবে আমরা অবগত আছি ইনস্টিটিউট ভাইরাস এবং স্যাম্পলগুলো কিভাবে ব্যবস্থাপনা করে।’

করোনাভাইরাস প্রদূর্ভাবের প্রথমদিকে অভিযোগ ওঠে ভাইরাসটি ল্যাব থেকে ছড়িয়েছে। তখনও এ অভিযোগ নাকচ করে দিয়েছিলেন ইউয়ান ঝিমিং। তিনি বলেন, ‘এ নিয়ে কিছু মিডিয়া ইচ্ছাকৃতভাবে মানুষের মাঝে ভুল ছড়াচ্ছে। ওয়াশিংটন পোস্ট ও ফক্স নিউজের প্রতিবেদন নামহীন সূত্র থেকে এসেছে। যারা উদ্বেগ প্রকাশ করে বলেছে, ভাইরাস এখান থেকে আসতে পারে।’

ইউয়ান বলেন, ‘পুরো রিপোর্টই অনুমান নির্ভর। এখানে কোনো প্রমাণ বা তথ্য কিছুই নেই।’

২০১৭ সালে চীন উহান প্রদেশে এ উচ্চ প্রযুক্তসিম্পন্ন ল্যাব তৈরি করা হয়। ল্যাবটিতে ইবোলা, সার্সের মতো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু ভাইরাস নিয়ে কাজ করার কথা জানায় বেইজিং। চীনা গবষেকরা দাবি করেন, উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি ল্যাবটি সম্পূর্ণ নিরাপদ।

ল্যাবটি উহানে অবস্থিত হুনানের সামুদ্রিক বাজার থেকে মাত্র ২০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *