LOADING

Type to search

করোনা প্রতিরোধে ছাগলের মুখে মাক্স

আন্তর্জাতিক

করোনা প্রতিরোধে ছাগলের মুখে মাক্স

Share

অপরাজেয় বাংলা ডেক্স-   মানুষের পাশাপাশি করোনাভাইরাসের নমুনা মিলেছে পশুদের শরীরেও। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় একটি বাঘ করোনায় সংক্রমিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর সেই ভয়ে ভারতের তেলেঙ্গানার এক ছাগল পালনকারী ব্যক্তি তার ছাগলগুলোকে করোনার হাত থেকে বাঁচাতে মুখে মাস্ক পড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।

রাজ্যটির খাম্মাম জেলার কাল্লুর মন্ডল এলাকার বাসিন্দা ভেঙ্কটেশ্বরা রাও বলেছেন, ‘আমার ২০ টি ছাগল আছে এবং এগুলির ওপরই আমার পরিবারের আয় নির্ভর করে। কারণ আমার কোন নিজস্ব চাষের জমি নেই। করোনাভাইরাসের খবর জানতে পেরে আমি যখনই বাড়ির বাইরে যাই আমি মাস্ক ব্যবহার করি।’

রাও আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাঘের শরীরে করোনার উপস্থিতির খবর পাওয়ার পর আমি আমার ছাগলগুলির মুখেও মাস্ক পড়িয়ে দিয়েছি। যেহেতু আমি নিজেও মাস্ক পড়েছি, তাই জঙ্গলে ছাগল চড়াতে গেলে তাদের মুখেও মাস্ক লাগিয়ে দিই।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *