LOADING

Type to search

করোনা নিয়ে বিভ্রান্তিকর পোষ্ট দেওয়ায় যশোরে র‌্যাবের অভিযানে এক যুবক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার

যশোর

করোনা নিয়ে বিভ্রান্তিকর পোষ্ট দেওয়ায় যশোরে র‌্যাবের অভিযানে এক যুবক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার

Share

অপরাজেয় বাংলা ডেক্স- করোনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করার দায়ে যশোরে র‌্যাবের অভিযানে মুস্তাফিজুর রহমান(৩৪)কে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের এক প্রেসবার্তায় জানা গেছে, গত ৮ এপ্রিল বিকাল সাড়ে চারটায় অভিযান চালিয়ে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এবং স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বালিয়াঘাটা লাউখালী সাকিনস্থ জনৈক মোজাফ্ফর হোসেন এর বসত ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে করোনা ভাইরাস ও সরকারী কার্যক্রম নিয়ে বিভ্রান্তমূলক তথ্য প্রচার করায় আসামী ১। মোঃ মোস্তাফিজুর রহমান (৩২), পিতা- মোঃ মোজাফ্ফর হোসেন, সাং বালিয়াঘাটা লাউখালি, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর’কে তাহারব্যবহৃত(ক) ০১ (এক) মোবাইল সেট , সিম এবং মেমোরী কার্ডসহ গ্রেফতার করে। ডিজিটালনিরাপত্তা আইন-২০১৮ এর রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্নকরায় ২৫(২), মানহানিকর তথ্য প্রকাশ করায় ২৯(১) ও দেশের আইন শৃঙ্খলার অবন্নতি ঘটানোর উদ্দেশ্যে ৩১(২) ধারায় মামলা দায়ের হয়েছে। যার শাস্তির বিধান রয়েছে ধারা অনুযায়ী তিন বছর কারদন্ড অথবা তিন লাখ টাকা,তিন বছার কারাদন্ড পাঁচলাখ টাকা ও সাত বছর কারাদন্ড বা পাঁচ লাখ টাকা অথবা অর্থ ও কারা উভয় দন্ডে সাজা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *