LOADING

Type to search

উখিয়া ১১ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা আটক

জাতীয়

উখিয়া ১১ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা আটক

Share

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে অভিনব কায়দায় পাচারকালে ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়,৯সেপ্টেম্বর বিকাল পৌনে ৪টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রর সামনে কক্সবাজার – টেকনাফ পাঁকা রাস্তা পশ্চিম পাশ্র্বে ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদে ভিত্তিতে র‍্যাব-১৫ কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ০৯/০৯/২০ খ্রিঃ আনুমানিক বিকাল পৌনে চার টায় উপরোক্ত স্হানে পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কলে আসামী জোরপূর্বক রোহিঙ্গা সিরাজুল মোস্তফা (২২) পিতা -নুর আলম, মাতা- জরিনা বেগম সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-১ ব্লক নং- উ৪/ নিউ এফ থানা- উখিয়া, জেলা কক্সবাজার কে ধৃত করে। আসামী কে পালানো কারণ জিঙ্গাসা করলে সে জানায়, তার হাতে থাকা কালো পলিথিনের ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ইয়াবা রয়েছে। পলিথিন ব্যাগ তল্লাশী করে সবমোট ১১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট মূল আনুমানিক (৫৫, ০০,০০০) টাকা প্রায়। গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মাদক উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৫এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *